Monday, September 16, 2013

গ্যানবাণী ১




ল্যাজা মুড়ো দুই-ই যদি কাটি' দাও তবে 
কাটিবার তরে আর কিছু নাহি রবে
মাছি বসে ঠোঁটে এবা ধেনু ধাহে গোঠে
মানময়ী বেলাভূমে কেবা নাক খোঁটে?
হ্রীং ক্রীং ধুর্জটি মার্জার সনে
বেনুবনে ভানু ভনে স্থূল আভরণে
হ্লাদীঘোঁৎনাদী হয় শিশু গ্যাগারীন
মস্তনদে হস্তপদে ত্রস্ত ম্যাগাজিন 
সুখময় আসিছিলা সুসময় কালে
শল্য হেরী যুধিষ্ঠির ভল্ল হানে ভালে
ভল্লে নাচে রঙমহলী মস্তিমোহ কাল
মানব কেবল দুক্ষ করে কুমীর কাটে খাল
চক্ষে তাহার অশ্রু বহে বক্ষে বাজে শেল
নাচ্ছে দাদা নাচ্ছে দিদি নাচ্ছে পাতালরেল




1 comment:

NesQuarX said...

Hahahaha! Sukumar meets Bibhutibhushon meets Douglas Adams! Jiyo!