আমার কঙ্কাল আমার চণ্ডাল এরা দুজন
আমার ঘরে আসে অবৈতনিক
স্বাস্থ্যনিকেতনের সামনে
যেভাবে দাঁড়িয়ে পাখি, অথবা দুইদিকে
হেলে যায় হেলেঞ্চা
দর্শন নিয়ে মোটমাট বাহান্নটা বাচ্চা
সুস্থ্ স্বাক্ষর কিম্বা মেটিয়াবুরুজ
অভিসার এইমত বটে,
সারারাত বাঘেদের প্রেত
মেমসাহেবদের কোমড় জড়িয়ে
শুয়ে থাকে
সারারাত আত্মার হিম-চিৎকার
ওরা প্রসেনিয়ামে হীরামোতি
অথবা অনন্য বোধিসত্ত্ব
অথবা বীয়্যরের বোতলে পেচ্ছাপ-পাইখানা করে দি'
রাতপিয়ন ভেবে। ত্রিভঙ্গমুরারি।
আমোদের বন্দীচ্ছটা।
আমার কঙ্কাল আমার চণ্ডাল এই দুই হৃদবিতরাগ স্যাঙাত
স্বভিন্নতার রঙ্গে মজে,
নোঙর ফ্যালে। দ্যাখো।