Saturday, November 23, 2013

অন স্পিরিচুয়াল আওয়েকেনিং অফ দ্য সেলফ

আমার কঙ্কাল আমার চণ্ডাল এরা দুজন 
আমার ঘরে আসে অবৈতনিক
স্বাস্থ্যনিকেতনের সামনে 
যেভাবে দাঁড়িয়ে পাখি, অথবা দুইদিকে 
হেলে যায় হেলেঞ্চা 
দর্শন নিয়ে মোটমাট বাহান্নটা বাচ্চা 
সুস্থ্ স্বাক্ষর কিম্বা মেটিয়াবুরুজ 
অভিসার এইমত বটে, 
সারারাত বাঘেদের প্রেত
মেমসাহেবদের কোমড় জড়িয়ে
শুয়ে থাকে
সারারাত আত্মার হিম-চিৎকার 
ওরা প্রসেনিয়ামে হীরামোতি 
অথবা অনন্য বোধিসত্ত্ব 
অথবা বীয়্যরের বোতলে পেচ্ছাপ-পাইখানা করে দি' 
রাতপিয়ন ভেবে। ত্রিভঙ্গমুরারি। 
আমোদের বন্দীচ্ছটা।
আমার কঙ্কাল আমার চণ্ডাল এই দুই হৃদবিতরাগ স্যাঙাত
স্বভিন্নতার রঙ্গে মজে, 
নোঙর ফ্যালে। দ্যাখো। 

   

Monday, November 11, 2013

To Sandipan Chattopadhyay

Prophesy, being the third medicine, often tore its face through the waters
that gather through dead, dying moments 
rising between the seasons,
our coral reef
your coral reef
unloved children on empty streets, 
blushing vendors in little tea-shacks,
dad's hand slipping inside mom's blouse 
witches shuttling between monuments - here, now, 
o leg, 
o slippers - of all sky and all earth, fever and death dangling mid-air in endless duel
mortal. 
dues paid. 
women, fucked.

and then we saw ants frozen in blood and tuberose. 
do you penetrate the final frontier after this?

Friday, November 1, 2013

An Ode to Ginsberg's Supermarket in California

Note the thick D.

 I?
The Print?
You expected spiritual angelic needs and measles.


Rip pig & kill pig
Color:  T-DEATH
QC: friend, stabbed.


In case of Emergency, dial:
T,
S,
M,
M.
However,
Follow instructions via e-mail, or with - T,
again and again.


Freeze the light
Name, dearest, somehow you admonish
Chris, the refrigerator needs to be included in food and meat