Sunday, March 12, 2023

Rojava

Far away from where I am

They fight and sing of love and freedom

We live in times when truths have been sold away

So their stories barely reach me.


Do we still dream?

I really don't know anymore

I live in a Fascist world

I witness defeat of all that is good and kind


Souls I had once known (or at least thought I did)

Have since drowned in race, religion and profit

Way too many kind spirits

have since been blown away, duped,

shortchanged by hatred in lieu of love,

by denial in lieu of life.


In such times, times when each bird that sings gets shot,

times when bad people win and good people lose,

times that move from tragedy to endgame,

a lot must hinge on your triumph.


Dear comrades of Rojava,

please win.


Sunday, January 22, 2023

Complex Issue

Pokémon Go!

Pokémon Went

Where did they go?

Where they were sent


Where were they sent?

Where the moon was spent 

Why did they cry?

For the sun was dry


What happened next?

Everyone stayed perplexed

And all hearts were vexed

Because the issue is quite complex. 





Thursday, January 12, 2023

আপেল ও মধুসূদন

 বিবেচনা নিভে আসে মায়াঘন প্রান্তরে

ওঠো, 

জল মোছো। 


... 


দামাস্কাসের তরবারি খরসান 

অমলেট চকিতে হল মামলেট

সূর্য উঠল

বিকীর্ণ হল শতাব্দীব্যাপী অন্ধকার 


... 


অন্ধকার একটা ভুত 

নিজেই নিজের হাত খায়, পা খায় 

যেন স্বয়ম্ভূও বটে সে 

জানালার ওপারে ব্যতিব্যস্ত তরঙ্গরাজি  

ছাদের ওপারে ব্যতিব্যস্ত নক্ষত্রপুঞ্জ

আশকারা ভুলে হিম হয়, হেম হয় করোটির ভিতর 

নবকলেবরে এগিয়ে আসে এক-পা...দু-পা 


.... 


বাটিকপ্রিন্ট, ছাপ্পামারা আলো, 

নিবর্তনে ঢালো -- 

বাচ্যে বাঁচা, 

ভাষ্যখাঁচা। 

...

Thursday, December 22, 2022

ধ্বসে পড়ে গণতন্ত্রের বুনিয়াদ,

 ধ্বসে পড়ে গণতন্ত্রের বুনিয়াদ,

এ ঋণ সে ঋণ নয়

যে বেচবে হাটবারে 

মুখে নেই ভাষা, নেই বুলি 

ত্রস্ত পড়ে আছে কিছু ইতিউতি কাঠামোর পদতলে

এ রিক্ততা নয় সেই নিকানো উঠান 

নয় সেই নিবিড় রূপকথা-বনস্থলী 

হৃদয়ের মূল বুঝি উদ্ভিজ্জ

উপড়ে উপরে যায় চোখ ও করোটি 

অথচ, কি আশ্চর্য দেখ ব্যাকরণের নিয়মবিধি

কি আশ্চর্যতর দেখ ডাকবাকশো! 

যেন দূর কোনো বনে ভ্রমণ

ভাবতে ভাবতে ডান হাত দিয়ে নীল সাদা ডোরাকাটা পর্দা নামিয়ে নেয় সুখমন।। 

Tuesday, November 29, 2022

কীটপাথর

জলের প্রাণী জলেই ভালো এমন কথা বললে

বিবর্তনের নিবর্তনের ভোলগা উঠবে ভলকে

মনের ভিতর বনের নিথর চম্পকাদি কম্পে

অথই পাথার পার হয়ে যাও সচেতন তিন লম্ফে

প্রথম লম্ফে প্রদীপ জ্বলে বেবাক নিবাত কক্ষে

দ্বিতীয় অঙ্কে সজাগ ছিলে তাই না পেলে রক্ষে

তৃতীয় অঙ্ক আকুল ফাটবে বসুন্ধরার বক্ষে

বাদল ধরলে খুঁড়তে যাবো অন্ধকারের মূল

বাজতে বাজতে চলল ডুলি - ঠিকের পিঠে ভুল


Sunday, November 27, 2022

Sad-juice

Sad people writing about sad things 

Shall wake up one day

To tear off all curtains 

Another option is, that lousiness will pervade

until, engulfed by pastiche, 

our bones dry up to juice-up the facades 

as we stand and stare to appreciate the pictures and the tapestry

That is the day on which you and I will get sold. 

Dear Anarchist,

Dear Anarchist,

lonesome in the toil

of these weary days

and silent nights,

of rattling chains

and choked flights,

in this deeply hurt world,

where fondness lies limp

lions in caves, deep inside

slumber on and on

as one by one, they kill all love,

as humans, numbed to stone,

speak in cold voices,

lay down rules, stern as no ship ever were,

as ragged, rugged dreams

that forgot how to glint, like raw love

that forgot how to bloom,

are taken down like shamed flags

like buildings taking over ancient totems

tree-souls chopped in supermarket craze...


But that other, cold, craze,

shall ever be true.


Monday, November 21, 2022

উষা,

খুকি, হেরে গেছ,

ধূসর অরণ্য কাঁদবে ব্যবধানে
এখানে কান্না নয়, এখন জীবন নয়,
নয় জাগরণ ও সুষুপ্তি অথবা পুনরুদ্ধার্য খরবারি;
চারণেরা ফেরে গোঠে গোঠে
যেন পিঙ্গল মাঠ ফাটবেনা হাহাকারে,
বুঝি, বাতাসেরও অনুভূতি আছে
বহুদূর কোথাও কোনও অজানা ভূখণ্ডে
উৎস যদিবা হয়, তবু বয় নদী:
নদী বেয়ে বয়ে গেছে রাঙা-সুর বুঝি,
পাহাড়েও রঙ নেবে সোনামুখ তায়;
তাই রও, উষা, অগাধ মোচন-অতীতে,
ঘনঘোর কবে কোন ঊষর প্রান্তরে

Andhakara

andhakara, andhakara knocking at my door
what is there to be said anymore?
beloved shadows, forsaken rain, birdlike evening descends
andhakara, andhakara, have you come to make amends?
andhakara my hands and feet,
andhakara your soul
may beauty ever madden, screw every other goal

Sunday, October 30, 2022

Nolo

 There are only two kinds of people in the world: us and them'

- thus they said everywhere as bits and pieces of my dark earth died

We have all seen how the evenings get so blue

'there must be something else, something that connects, yet, doesn't; that flickers
yet, doesn't' - we have thought
we have wept, seeking
that one last mad dance
hands moving in silence
'should it matter, or should it not?'

'walk in, or walk away'
- thus they thought everywhere as my dark earth died in bits and pieces

Saturday, November 13, 2021

আর্ত্যুর র‍্যাঁবোর ওফেলিয়া

 খণ্ড ১


সেই শান্ত কৃষ্ণ জলরাশি যেখানে তারারাজি ঘুমায়
শ্বেত ওফেলিয়া ভাসমান যেন এক সুমহান লিলি;
ধীরে ভাসে সে, লম্বা তার অবগুণ্ঠনে শায়িতা..
- দূর বনে শুনো কোন সফল-শিকার-বিউগল।

হাজার বছরের বেশি হলো দুখি ওফেলিয়া
চলে গিয়েছে, সফেদ এক মায়ামূর্তি, লম্বা ঐ কৃষ্ণ নদী বয়ে।
হাজার বছরের বেশি হলো তার মিষ্ট উন্মাদনা
ফিসফিস স্বরে গেয়েছে ব্যালাড সন্ধ্যা-বাতাসের সাথে।

বাতাসে চুমু খায় তার বুকে, উন্মোচিত স্তবকের মতো
বিরাট সে ওড়নী তার ওঠে ও নামে জলের তরঙ্গ সাথে;
উইলোরা শিরশির কাঁপে, কাঁদে তার কাঁধে,
জলজ শটিরা ঝঁকে পড়ে তার বিস্তীর্ণ, স্বপ্নীল ভ্রু-উপরে।

জলের শাপলা-লিলিরা এলোমেলো ফেলেছে দীর্ঘশ্বাস তাকে ঘিরে;
কখনো কি বা সে ভাবে এমন – যে, কোন ঘুমন্ত ভূর্জবৃক্ষতে,
কোন বাসা ছেড়ে কচি পাখি এক ডানা ঝেঁকে ঝেঁকে গিয়েছে পালিয়ে;
- রহস্যময় কোন অ্যান্থেম-গাথা ঝরে পড়ে সোনালী নক্ষত্রদের থেকে।

খণ্ড ২

অহো পাণ্ডুর ওফেলিয়া! তুষারসম সুন্দর!
হ্যাঁ, খুকি, তুমি মারা গ্যাছো, নদী নিয়ে গিয়েছে তোমায়!
- নরওয়ের সুবিশাল গিরিমালা বয়ে নেমে আসা বাতাসেরা
বলেছিলো নীচুস্বরে তোমায় আরো ভালো এক স্বাধীনতা-কথা।

বাতাসের সেই শ্বাস বাঁকিয়ে ধরে তোমার বিপুর্ণ কেশদাম,
এনেছিলো তারা এক অদ্ভুত গুজবের কথা তোমা’ স্বপন-মনে;
‘প্রকৃতি’-র গান শোনে হৃদয় তোমার
গাছেদের আর্তনাদ, রাতেদের দীর্ঘশ্বাসেদের মাঝারে;

সে ছিলো পাগল সমুদ্রের সেই প্রকাণ্ড গর্জন-স্বর,
যা বিদীর্ণ করে তোমা’ শিশু-হৃদি – বড্ড মানবিক যা, বেজায় পেলব;
এক গরীব পাগলপুরুষ – সে ছিলো এক সুঠাম পাংশু যুদ্ধবীর
যে বসেছিলো, মূক ও নতজানু তোমারই সমীপে কোন সে এপ্রিল প্রভাতে!

স্বর্গ! প্রেম! স্বাধীনতা! – কি সে স্বপ্ন বাছা কি বা উন্মাদনা!
গলালে তুমি তাকে আগুন যেভাবে গলায় বরফ;
তোমারই প্রচণ্ড সে সকল ছায়া-কল্পনা-দর্শন করে শ্বাসরোধ তোমার কথার
- এবং অনন্তের ভয়ালতা সন্ত্রাস হানে তোমা’ নীল নয়নে!

খণ্ড ৩

- এবং, কবি ক'ন, তারকালোকে
তুমি এসো, খুঁজো রাতে, যে ফুল কুড়িয়েছিলে,
এবং দেখেছে সে জলে, শায়িত যে তার লম্বিত অবগুণ্ঠনময়,
শ্বেত ওফেলিয়া ভাসমান - যেন সুমহান লিলিফুল এক।

Sunday, July 12, 2020

Stick to Love

Come what may, stick to love
Even if the sun refuses to shine
And the flowers refuse to bloom
And the guns and the tanks refuse to stop
booming on and on
from the heart's haunted periphery
If there is to be a war
Let it be between those who love and those who hate
If there are to be many wars
Let us conquer those with love
In the fiercest of storms, in the foulest of times
When light and darkness makes abject circles
in our peninsulas of dejection, when the robins
and the thrushes refuse to fly, refuse to sing,
refuse to be, know this, that there is something
within and without, that will keep us going,
bounding, towards the edges and corners
of reckoning, and beyond
Come what may,
Refuse to cave in,
Because you are beautiful
Because love makes you so
And it ever will.

মৌসম

তবু জেগে থাকো, অন্ধকার অক্ষর
স্মরণের অতীত স্মৃতি ও রূপকথা থেকে
রাতের বাতাসে ঠাউর হবে -
এ নৌকা স্পন্দনময় নয়,
অথচ, সময় - স্পন্দনময়!
এ ভূম ত্রিপাদ-রঞ্জিত নয়
অথচ আকার – রক্তবর্ণ!
- সেখানে বিছিয়ো আসর, সামরিক হেরিটেজ
- সেখানে লিখিও পদ – যাপনীয়া মহাফেজ!

Saturday, July 20, 2019

Ether


it is a guerrilla night
in cities and in the forests
three ancient ghosts roam

and in the country of ghosts
the inns are full
with lost sailors and motivated poets

roaming, disinherited, incomprehensible
I am, who you are.
and us – mirrors.

and in the mirror, do you see the light -
of glowworms that must not glow bright -
on a guerrilla night?

candlelight is different
so are moonlight and neon-light
the alleys of the cities are full

the jungle-paths are full
the stormwatchers’ tower crumble
who are we? – echoes whirl

weary garrisons pant
weary chimneys pant
dog-eared city turns a page

forests stare and shrink
the heart’s terrains shrink
the mind gives a jewel

the giver gives it all
who is there to take?
who is there to play?

mist gets thicker on everything
everything is nothing, or else
nothing would ever make sense

the grand temples fall
trumpets trump no more
Meher Ali knows. Meher Ali knew.

dusty leaves of towns
catch a faint note or tone -
recall carnivals. dream dense ancestry.  

some dream of magic
others stand to make sense
water flows. the moon rises. the earth ages.

and thus, having moved
in circles, we return – we turn
to being, to time and to space.

in this dot, shadows are dead
light is darkness and darkness is light
or else the wells wouldn’t fill

somewhere, a solar storm breaks
some catch a whiff
from the seas and dream of homes

flowers bloom in garden of love
flowers wilt in island of pain –
ghosts and lovers know of the breezes

the rest who went to know
met a broken bridge or two
and thought they would swim across.

for such, beloved, is the situation –
moonlight guards birds. birds guard cornices.
it is an aware night. it is a hungry night    

Sunday, June 9, 2019

কালান্তর

বঁড়শি নিলো,
মাছ ধরলো, 
আকুল গাঙে নাইলো না।।



খই উড়লো,
কাঠ পুড়লো, 
ঠাঁ'য়ের ঠিকান' পাইলো না।।



মেঘের বেগে,
বাতাস জেগে, 
আশমান তাও ছাইলো না।।


স্বভাব গ্যালো,
অভাব রো'লো, 
নিঃস্ব-ভাবে চাইলো না।।


ভাবের ভবে,
পীরিত রবে,
আশার আশয় যাইলো না।।

Wednesday, March 20, 2019

Movement

What are these lives, living, eating, breathing –
cut and dried – sucked clean of blood and bile
by binaries,
on display from wall to wall?
Imagine yourself, in a coffee shop, nondescript
Your elbows pressed against the table
Your lips against the rim of an oft-stained mug
Your eyes – looking out – into the dull sameness
Of a stoic town – dank automobiles, sad trees
A lizard with its breast, belly and claws pressed, firmly
against the glass panes – who can say if the lizard is happy or sad,
reminiscing on a T-Rex past, when all was there to rule?

Tendencies of inheritance – some people have black eyes
some – brown.  Most trees have green chlorophyll. Some – red.

But to talk of trees is still a crime – people get shot for it
Do we see them, shot people – pasted from wall to wall –
of social media platforms, of coffee-shop windows?
We do not. We drag on – our frames and inheritances – of a headful of centuries
Reptiles and amphibians drag more – their blood is cold
We sift through pages – we learn to unlearn –
of Sisyphus, Jesus, Ahasver – our blood is warm – we can hear
the waves beating the shores in angst – we can hear ballads
from taverns and akharas – filling the country skies to brim –
but can we hear the moon breathing its sadness down? Could we ever, my love?

Let us close our eyes. Let us clasp our palms.
Let us return to where there is no returning – beyond
the ruby-glazed tracts of Rubicon. Beyond
histories made of greed and geographies made of the unknown
Beyond all pupils and pulpits – swords to rule and flags to be ruled by
Into that night – where the skies are made of earth
And the earth - of the skies! Ah what a night it was, it is!
Even the Buddha wept on that night
And all the trees and rivers wept with him! And then,
like a dream, like a flickering flame, like an instance,
it went by

And then, you open your eyes –
Maybe, you see a magic city, or a lonesome boat gliding
down a river that has won the battle against time
and where the sun always sets, or maybe just a great chunk
of darkness playing tic-tac-toe with itself – or maybe it’s still
that stained coffee-mug, the trees and the cars, the hopeless lizard
asking back its T-Rex ancestry – it can be anything. Why don’t you try? 

Monday, February 25, 2019

আনম। উপহার,

এইখানে, যেইখানে খামারে উঠেছে সোনার ফসল ও কিংবদন্তী
এইখানে, যেইখানে মাটিতে রক্তের দাগ, বাতাসে মেঠোবাঁশী,
জীবনের জয়গান, যাপনের গ্লানি – আমরাও বাঁচি নি কি?
দেখি নি কি নিভৃত সূর্যাস্তের দেশে দ্বাদশ দেউল? ছুটি নি কি
আশ্চর্য সূর্যালোক থেকে অমোঘ সৌরলোকের পথে – আগামীর
ভূতে চেপে বর্তমান আবর্তে? আমিও তো প্রতারক, পলাতক
ক্রমে, কালহন্তারক – তবু, ছুঁয়ে থাকা, সময়ের তর্জনী, অনামিকা -
রূপ ম্লান হয়ে যায়
রস ম্লান হয়ে যায়
গন্ধ হয় স্মৃতির কোটরে বিলীন
তবু, বোধ জেগে থাকে
চোখ জেগে থাকে

এইখানে, এখানেই, বিষ থেকে অমৃতের পথে
অথবা অতলের কোনঠাঁ’য়ে – কুণ্ঠিত, মননের কুঠকলঙ্কিত বোঝা বয়ে
তেষ্টায় বুক ফাটে পথিক ও চাতক,
অথবা সদর্প, দাম্ভিক কোনো নাবিক মেরে ফ্যালে
নির্বিরোধী অ্যালবাট্রস-পাখি, শোনিতে শোনিতে লাল
হয় চাঁদ সদাগরের সাগর, অনাব্য হয় চৌদ্দ মধুকর-পথ
ফাটলে ফাটলে দাগ রাখে আকালের শিরা-উপশিরা
নীল হয় ব্যথা, অথবা স্নিগ্ধ, নীলকান্ত ভোরের হদিশে মাৎ
নীলকণ্ঠ পাখি – আমাদের - হয়ে যাওয়া, হয়ে ওঠা
স্বততঃ সরণশীল সমস্ত ব্যধি ও নিরাময় – দুই হাতে
বুক ঠেলে, উজানের সোঁতে – অবিরাম, অবিরল

এখানেই, ঠিক এইখানে, তুমি আছো
আঁধারেও আছো, আধারেও – আছো বলে
আলো জ্বলে, বহুদূর পথে – বাতিঘর, ঝড় বুকে
চিরকোজাগর!

আছো বলে, কালপুরুষের বকলশে
আটকে থাকে হীরের তরবারি,
হতেই তো পারতো বিদীর্ণ সমস্ত আকাশ তার এক কোপে!
জলপরী ভুলে যেতো ঝর্ণায় নাইতে
হতেই তো পারতো বৈঠায় ছইয়ে পাটাতনে একাকার
সকল ভরাডুবি ইতিহাস-প্রস্বর! – হয় নি তো,
হয়ে গ্যাছে কতো কিছু –
উত্তুরে হাওয়া আর দখিনা বাতাসে
মিলেমিশে এক হয়ে গ্যাছে ক্রন্দসী
ষাঁড়াষাঁড়ির বানের রাতে জেগেছে মাইফেল ধূম!

তবু হয় নি তো এ’রকম – চরম চাবুকে তার
শাসায়নি সময়, ভাসায় নি অসময় – রয়ে গ্যাছো,
রয়ে গেছি, ভিটামাটি জুড়ে, তল নেই যার
এ’মত সমুদ্দুরে!


Monday, February 4, 2019

মালিনী

সকালের রোদে কতিপয় ফুল ফুটে ওঠে
আমাদের বিবর্ণ শহরে এখনো, ধুলোয় ধুলোট -
তবু, ফোটে


দুপুরে দিগন্ত জুড়ে, সেই সব যাকিছু বাঙ্ময় 
থেকেছিলো, আশৈশব, জাগে, কবোষ্ণ, অথচ মেদুর
তবু, জাগে


বিকেলে অস্তরাগ নিয়ে চলে আচ্ছন্ন
সায়াহ্ন-নৈকট্যে - ঈষৎ ক্লান্ত, 
তবু, চলে


সন্ধ্যে রাত্তির হলে বিভিন্ন কষ্ট
তমাচ্ছন্ন ভীতি, আর্ত ও ঘননীল - উথলায়, উথলাও, উদ্বেল - 
তবু, ভালোবাসা


পৃথিবীটা ঘুরছে - সূর্য চন্দ্র তারকা
গ্রহরাজি সমস্তকিছু ঘুরছে - 
সবকিছু নিয়ে, মহাব্যোমের চোখ বেটে
শিরা ফেটে - শীতল সর্পিল পথ
বরফের ফণাসম কেটে


তোমাতে জীবনের ছোঁয়া খুঁজি তাই 
জেনো, সমুদ্র, তুমি,
জেনো, নিবিড় - 
তোমাতেই, সকল মগ্ন, 
সকল উজাগর -


তাই, আমাদের সমস্ত সরণশীল উপক্রমে
আমরাই স্থবির, 
আমরাই বোধিচিত্তে নিশ্চিন্ত প্রদীপ
নিভৃত কোনো জলসার ন্যায় -
সেইখানে - যেইখানে মহামোচ্ছব, মায়াচ্ছায়া আলো 
চ্ছটা ও কিরীট নিয়ে
পারাণীর কানাকড়ি নিয়ে
মাটিময় ধুলোবালি নিয়ে
সকল পাথেয় নিয়ে পথের আখর 
সেইঠাঁয়ে ঘর -
- আমাদের দুইজনান্তিক।

ব্যারিকেড

যে চর্যা ব্রাহ্মণ্যবাদী তা করো পরিহার
ভীমাঘাতে হানো, শম্বুকরোষে করো চুরমার যা কিছু সাংস্কৃত সব 
যা কিছু বেঁধেছে প্রজন্ম, বেঁধেছে রাষ্ট্রায়ত্ত্ব ভূমি, বেঁধেছে রুধির‘শুদ্ধি’ শাসনে অপ্রেমে
তীক্ষ্ণ ফলায় কেটেছে জাতিনাম কৌম কপালে, ভৌমগর্ভে গেঁথেছে জলজ্যান্ত যাপন, এঁটেছে 
মাটি ও রুটির পথ – 
তুমি তো কালাপাহাড় – তুমি, শাপমুক্ত অহল্যার রোষে
ফুঁসিয়ে অসুরবৃত্তের সবকটা মাথা – মহেঞ্জোদারো নগর-প্রাচীরের সমস্ত সেচদ্বার – 
বানভাসি সেই দুঃশাসনের উত্তরপ্রবেশ পথে – 
সরিয়ে নাও তার চোখের সামনে থেকে 
দধীচির ঘাতক বজ্রকাঁটা!

ওই তো নগরীর দ্বার, ঐখানে, সারিবদ্ধ কঙ্কালস্তুপ, 
কয়েকটা ঝুলছে ফাঁসিকাঠ থেকে, কয়েকটা হাঁড়িকাঠে লুটিয়ে নদী ও শ্মশানে – 
সেইখানে, মরারুণ লাল আভা স্রোতে – মাটিতে অপরাধ চিহ্ন
পিতৃঘাতে প্রতিজ্ঞ-প্রোজ্জ্বল কিশোর ভরত বনানীর গভীর কুটিরে -



– নগর অন্দরে, প্রাসাদে, আলিন্দে –
অট্টহাসে বাহুজয়ী পৌরুষ, পুঁজিপাঁতি জুড়ে ভাড়াটে খসখস,
প্রভাতে পাঠশালে শৈশব হবে নীলকণ্ঠ, চাটু-পাটু বিরচিত হবে ইতিহাস, সাহিত্য, 
রূপকথারা হয়ে যাবে মীথ, মীথগাথারা হয়ে যাবে শোষকের অজুহাত-ইস্তেহারকল্প - 
গেলো, উগড়োও, খাতায় খাতায় জাত্যাভিমানী পরোয়ানা বয়ে ইঁদুরদৌড়, আর্য্যসাফল্য – পুণঃ অট্টহাস, বিজেতার গৌরব-গ্রন্থন –

সেই সমস্ত কিছুর সামনে, নির্গ্রন্থ হয়ে, দাঁড়াও, ভয়হীন
কবীরের মতো দাঁড়াও, শিরদাঁড়া সহ, 
ধ্যান হয়ে, গান হয়ে, দাঁড়াও 
ভয় যখন রাগ হয়ে আকাশে আঁধার হানে, আঁধারে
বজ্র, বৈকল্প – তখন –
লালনদী নীল হয়ে যায় ক্ষণকাল 
ভয়দেখানিয়া ভীত হয় – চাকা থামে।


সেইখানে, যেইখানে থামে, এসো, যুথবেঁধে এসো
প্রেমসহ এসো, এসো কামে ও বিতকামে 
খামারে নতুন শস্য হবে বলে এসো 
আকাশে নতুন সূর্য্য হবে বলো এসো 
এসো সেই ক্রোধ নিয়ে যাকে ব্রাহ্মণ বলে – ‘চণ্ডাল’!

এসো, কারণ, সেইখানে, যেইখানে বসন্ত নামে
যেইখানে মরাভাটি জ্যোৎস্না ও অমাবস্যা মাখে – ধেয়ে আসে
উছল উজান, সকালে সূর্য্য নাচে – রাত্তির হয়ে যায় মাছরাঙা পাখি –

যেহেতু সেইখানে কোনো ঘনান্ধ ব্রাহ্মমুহুর্ত অথবা হিমনীল ভোরের কুয়াশার প্রয়োজন পড়ে না কোনো শহীদের শরীর ঢেকে দিতে অথবা যুপকাষ্ঠ সহ আড়াল করতে জাতক্রোধে হত, হন্তারক অথবা হননকালদের
যেহেতু ভোরের আকাশে ফুলের ঘ্রাণ, বাগিচায় সকল কূজন মালিকানাহীন 
যেহেতু সেইখানে আগে ডোম, বাগে ডোম ও ঘোড়ায় ডোম সেজেছে
এবং ঢাক ঢোল ও মৃদঙ্গ বেজেছে, যেহেতু তারায় তারায় কেঁপেছে সেই মাদলাদির বোল এবং সেই বোলের সামনে লুটিয়ে ধূর হয়ে গিয়েছে শমদমদণ্ডভেদী চাল,
যেহেতু সেইখানে মানুষের ঘর্মপ্রাণ প্রতিরোধে ব্যহত হয়েছে ওয়ারিশনলিপ্সু রক্তচোখ ও হোমাগ্নিশিখরের দুর্ধর্ষ লোভ, যুদ্ধের ধু ধু সন্তাপ, 
যেহেতু বেদব্যাধিপার সেই অঞ্চল তোমার ও আমার চোখ ও দেখাদের মধ্যিখানে উপস্থিত রয়েছে, 
যেহেতু নগরে গঞ্জে ও অরণ্যে এখন ক্রমশঃ উপস্থিত হয়েছে অজস্র ক্ষুধার্ত মানুষ ও বাঘ 
যেহেতু কোটি রাজকোষে ক্ষুরধার অসিমুদ্রাদম্ভ এখনো মিলিয়ে দেয় নি সেই চিরকালীন আস্তানা ও তার পথের আভাস - যেইখানে আমরা বারবার ফিরে যাই দুঃখ হলে
দুঃখ পেলে
অথবা দুঃখ এলে



সেহেতু, সেই অনাবিল অঞ্চল, যা আমাদের গন্তব্য 
বহুতে ও সমভিব্যাহারে, 
সেইখানে, সেই পথে
চেয়ে দ্যাখো - 
মাটিতে আনমনে ফুটে আছে অনামা নামের ফুল, 
আলগোছে ছুটে গ্যাছে নদী-হাওয়া-রেলগাড়ি,
আকাশে আনমনে ফুটে আছে আজাদী নামের তারা, 
মানুষের, পৃথিবীর ভালোবাসা স্বাধীনতা হয়ে গ্যাছে 
পৃথিবীর, মানুষের স্বাধীনতা প্রহর বুনেছে।

Wednesday, October 10, 2018

সেই, তাকে


এক যে ছিলো শুকতারা তার বুকের ভিতর টান
গুঁড়িয়ে দিলো সাগর জমিন আসমান খানখান
এক যে ছিলো দখিন বাতাস লুঠতরাজের দেশে
যেমন করে সকল নদী সমুদ্দুরে মেশে
তেমনি করে চাইতো বাতাস তারার ভালোবাসা
উড়লো কুটো, বুকের ফুটো, ঝড়ের বাবুইবাসা
এমনি ধারায় বন্যা এলো এলো ভীষণ খরা
জেলের জালে অথৈ জলে চাঁদ পড়েছে ধরা
সন্ধ্যাতারা ভয় পেলে খুব তাকেও ধরে পাছে
এমনি ভেবে দৌড়ে ধেয়ে লুকায় ডালিম গাছে
দখনে বাতাস দেখলে তারা আকাশথানে নেই
ডুকরে ওঠে মাঝদরিয়ায় – কোথায় তারে পাই?
হন্যে হয়ে উথালপাথাল করলে চারিদিক
কলজে জুড়ে ব্যথার আগুন জ্বললো ধিকিধিক
খুঁজলো জুড়ে তেরো নদী সাত সায়রের পাড়
পথিক ডেকে শুধলো তারার হদিশ বারেবার
আকুল হয়ে মরূর দেশে ভাঙলো বালিয়াড়ি
গুঁড়িয়ে দিলো রঙমহলা রাজা-প্রজার বাড়ি
ভাঙতে ভাঙতে হাজির হলো ডালিমগাছের তলে
পাতার আড়ে ঝিকমিকিয়ে সন্ধ্যাতারা জ্বলে
বেকুব বাতাস জানতো না যা জানতো সকল পাড়া
সাঁঝগগনের সন্ধ্যাতারাই ভোর হলে শুকতারা
মিচকে হেসে ভাবলে তারা – এমনি আকাট হয়!
না জেনে সে চাইছে পেতে, খুঁজছে আকাশময়!
বললে তারা – এমনি ধারা খুঁজবে কতো আর?
বললে বাতাস – চৌদ্দ ভুবন সকল ছাড়খাড় 
ধ্বংস হবে দীনদুনিয়া না পাই খুঁজে যদি
দগ্ধ হবে কালের শিখা টলবে রাজার গদি
বললে তারা – ভাঙবে যদি, গড়তে শেখো আগে
তাই না হলে পুড়বে মিছাই আগুনগলা রাগে
বললে বাতাস – ভিতরখানা আউলবাউল করে
সকল আলো মিলিয়ে গ্যাছে, সুখ নেই আজ ঘরে
বললে তারা – পাবেই তারে, শান্ত করো মন
যেমনি ধারায় ফকির পেলে সাতশো রাজার ধন
-      ধন চাই নে মান চাই নে চাই তো শুধু তাকে
ফুঁপতে থাকে দখিন বাতাস পাতার ফাঁকে ফাঁকে
বললে তারা – একখানি কাজ করার আছে বাকি
করলে পরে পাবেই তারে নেই তো এতে ফাঁকি
বাতাস কহে - কী কাজ? বলো, কোরবো মরণপণ
তাহার তরে বাঁচবো আমি যুঝবো সকল রণ  
বললে তারা – অমানিশার রাত্রি আজি ঘোর
ভালোবাসার জন্যে তোমায় সাধতে হবে চোর
চাঁদের বুকে সেই যে ছিলে আদ্যিকালের বুড়ি
কোথায় সে আজ চরকা কাটে? চাঁদ গিয়েছে চুরি!
পূর্ণিমাতে জেলের জালে পড়লে ধরা চাঁদ
আলোর পিঠে তারায় তারায় পৌঁছলে সম্বাদ
চন্দ্রমা আজ বন্দী আছে জেলের গোপন ঘরে
কেউ না জানে কোন মুলুকে অশ্রু ঝরে পড়ে  
জানি আমি কারণ আমি কালপ্রহরী তারা
যা কিছু হয় আলোর মালায় জাগিয়ে তোলে সাড়া
দখনে বাতাস, মন্দ লয়ে ঈশানকোণে যাবে
জেলের ঘরে বন্দিনী সেই চন্দ্র খুঁজে পাবে
সমস্ত দিন শ্রমের ফলে ঘুমায় জেলে রাতে
দুখজাগানি দিনের সনে উঠতে হবে প্রাতে  
জুড়িয়ে দিয়ো তপ্ত দেহ জুড়িও জেলের মুখ
জুড়িও সে তার জঠরজুড়ে জ্বলতে থাকা ভুখ
হাজার বছর শোষণনামা পাথর ঠেলে সে
চাঁদটি পেয়ে ক্লান্ত সুজন ঘুমিয়ে পড়েছে
স্বপ্ন দিও এমন তারে মুক্ত পূর্ণমসী
লড়াই করে ছিনিয়ে নেবে মানব-ইমান-শশী
আজ যেখানে ধূধূ মরূ কালকে সবুজ ঘাস
সময়নদী বাঁক নেবে ফের গড়তে ইতিহাস
শোষণ পাহাড় চূর্ণ হবে পাথার হবে লীন
স্বপ্নসকল সাকার হলে ঘুচবে কালের ঋণ
এমনিধারা স্বপনসুখে বিভোর হবে জেলে
সেই না বুঝে ঘর থেকে তার চাঁদটি এনো তুলে
মুক্তি পেয়ে হেমচন্দ্র আকাশ পানে ধাবে
অমানিশায় পূর্ণমসী জগৎ নেহার পাবে
যেমনি শোনা তেমনি করা দখিন বাতাস ধায়
অমাবস্যায় চাঁদ দেখে সব বেকুব বনে যায়
রামধনুকের গোলকমালা গলায় নিয়ে জ্বলে
তারার সনে মেঘের সনে জগদ্পথে চলে
ভোরের আভাস, জাগছে জেলে, পায় না তবু শোক
চোয়াল আঁটে, শোষণ সনে যুঝবে মানব-লোক
ডালিমগাছের তলায় গিয়ে থমকে গেলো হাওয়া
এক লহমায় চাওয়ার সনে মিললো এসে পাওয়া
সাঁঝআকাশের সাঁঝতারা সে সূর্যোদয়ের কালে
ঝিলিকমিলিক হাসছে হের ঘোরগগনের ভালে
সন্ধ্যাতারাই শুকতারা হয় হায় রে নাহি বুঝি’
উলটপূরাণ দীনমুলুকে বৃথাই তারে খুঁজি
বুকের ভিতর রাখবো তারে আঁকড়ে চিরদিন
এমনি ভেবে সুখসায়রে বইলো সীমাহীন
বইলো মরুৎ রইলো তারা জুড়লো নটেগাছ
যেই যেখানে আছিস তোরা, বাঁচার জন্যে বাঁচ