Sunday, August 31, 2014

সলমন খান সেলামেষু


প্রকাণ্ড, দানবিক ভালোবাসা ধায় 
চাঁদের ছায়ায়
মোহময় প্রান্তরে উড়ে হরিলুট, ধূলোছাই, হুলো সাঁই,
বাঁশঝাড়ে, এঁদোখালে, আলেয়ার নিশপিশ
সেলোফেন-উষ্ণীষ চকচকে, ঐ দূরে মায়া আছে,
মায়া থাকে,
চিতা ও চিতলে জল খেতে আসে সেইসব নিরালা নালায় 
অনেক রক্তস্রোত কখনো প্লাবন কখনো নীল জ্যোৎস্নায় ঠিকরেছে চেড়া জিভ, হিমক্রোধি ছুড়ি 
এলোচুল, বাতাসিয়া রিনিরিনি ছুটে যায়, 
অতএব, ছোটো
দূর থেকে দূরতর হয়
অতএব ক্রোধ।
মানুষী স্পর্শ জ্বালায়, কামড়ায়, 
অতএব কাতর চন্দনবন
অই কাঁথাস্টিচে বাঁধা আর পড়বে না রূপাই বা সাজু
অতএব প্রকাণ্ড ভালোবাসা মহাদানব হয়, মোহরাগ ছুটিয়েছে দখিনা বাতাস
লুটিয়েছে অজস্র নটে ভেবে চন্দ্রমল্লিকা, 
জাগিয়েছে, ধিকিধিকি, শেষরাত শুক্র, অন্ধ আদিম দেবতার তৃতীয় ভাটাচোখ,
খামচে নিংড়ে নিয়ে মরমী সুর্যাস্ত, নখরে, শ্বদন্তে সনাতন স্পৃহা,
গোধূলিও সেইমত থমথম, রক্তবৃষ্টি হবে, 
ভাঙবে রামধনু ব্রীজ হিংস্র, তীব্র তার অভিমান, অনাদরি, 
চণ্ড কুঠারে কুপিয়ে জীবন ও মৃত্যুর অনাদি বনস্পতি -
তফাৎ যাও, সব ঝুঠ হ্যায়। 
মেঘে মেঘ কেঁদে ওঠে গমগম হিমদল শঙ্ক তোলে ঠোঁটে,
মেশিনে-মানবে সোহাগ লুটাবে ঘোর, যুদ্ধ, লুঠতরাজ
তুমুল ঝড়ের মুখে স্পর্ধিত লিঙ্গ ঠুষে হা-রক্ত ইতিহাস ও কালের বুকে দাঁড়ায় বিপুল মরদ
ক্রমাগত অসহায় দ্বৈপায়ন পেষিতে ঝড়েছে তার
হাঁড়িকাঠে পর্যাপ্ত বলিরক্ত 
অথচ চাঁদের কষ থেকে লালচে জ্যোৎস্না চুঁয়ে পড়ে  
অরণ্য প্রশান্ত, প্রান্তরে চিতা ও চিতল, 
মুখোমুখি স্থিরস্থিত নীলকণ্ঠ মানব-মেশিন-দরদ।

Thursday, August 21, 2014

সুষমার ঘরে আমি হী ম্যান


সুষমার ঘরে আছে অক্ষর
রেল-তেল কদবেল যুদ্ধু
নাভীমূলে বাঁকা তার চন্দ্র
বিকিনিও এই ব্যালা খদ্দের

চামচের কাঁটাতলে আইরিস
কাঁঠালের নীলমাছি খিদেহাঁস
লালামোম ঝরে তার সুষমায়
দূরতর দ্বীপ ভেবে চলে যায়

সাপলুডু মাস্কারা টলেমি
কুসুমের বোঁটাটুকু জ্যান্ত
করোটির তিনভাগে মাদারি
সুষমার ঘোড়া ধরে টিপে দি' 

সুষমাও এমনিই জেনেছে
বুলবুলি ধান খায় প্রভাতে
সুষমারও কুসুমেরা জ্যান্তো
আমি-ই আসলে হী-ম্যান তো!


বন্ধু অতনু সিংহর কবিতা "এ লেখা যুদ্ধ চেয়েছে খুব"-এর পাঠ প্রতিক্রিয়া হিসেবে রচিত।  

Wednesday, August 13, 2014

Moo Moo the Heart is Blue




cows cross rivers in dusty twilight
the skies are, no, the skies were,
a bit like horny princesses who stay in lonely towers in faraway tales
a lost traveler might catch an occasional glimpse or two of her
and a lost river might know that she yearns for lost love and blah.


dirty fishes and dirty folks play in edge of mind's cliff
one push, and the fun begins and ends
and the carnival begins and ends
bells ring in temple of heart
slaughter and mania in heart of temple
echoes, unbearable, break bleak, blind shores,
mountains rumble beyond badlands within and without
i see you seeing canopies dangling in cold mist
your eyes are, no, your eyes were
a bit like truth, enveloped in the travesty of being
we wait, for shadows to sink


one day our happy tramcar will arrive
and take us gliding through our Arabian Nights dreams,
for sure.
until then, weep, Fergus,
over love's bitter mystery
for they've taken your brazen cars away
and they've poured petrol all over their smooth bodies
and they've made them whirl around the flames of
all general desiderata and desolation -
all yours,
all mine,
stuff that burn clouds red across the weary skies
when the sun dunks down on sad people
and the moon shines blue on lonely people
and it rains all the time on sad and lonely people
except when they fade away. nothing happens then.


meanwhile, observe the phantoms as they lead the charge
beware their fusillade of all matters of fact and facts of matter
they're hardcore. fucking hardcore.


thus, play in silence, heart
for flowers wilt and stars burn out
blue buses stand empty on pale autumn evenings
it had rained a while back

dog bends back to lick ticks off its back
dog isn't sad
it's just that it has an itchy ass.    
and there's a pen-stand beside the window
in it there's a blue pen and there's a green pen
and there's a pen without any refill
and there's a six inch ruler too,
a spider-web joins the tip of the pen without any refill with one of the window-panes
but it's okay.
what matters is that trees have life
and dogs and fishes and spiders and humans have life
and buses and trams and trains and pyramids don't

everything else
is bullshit.

 

Tuesday, August 5, 2014

Sunlight and Moonlight

i'm a lazy asshole
i miss watching sadness wearing a bright mask of sad music and bright flesh and standing on the muddy streets of Shonagachhi,
bunches of dead red oleanders swim in blood
little naked people scream 'decoy! decoy!'
i miss hiding behind all the raw layers of nights of soft moonlight that glide along mossy cornices. i miss shadows of vultures hovering over dead rats hiding behind me and declaring war against the world in bright sunlight.


moonlight has other uses too. once, for example, i was in a train. my mom was in the upper berth and i was staring at banana plantations in moonlight. again, more recently, a strong wild bull was in a field. it's mom wasn't around and it was staring at me through moonlight. these are just instances.



now, there are trains to catch and bulls to befriend with love. you can brush your teeth with love and you can love your teeth with brushes. it remains pretty much the same either ways. vultures make strong love in moonlight. lovers make loverly love in moonlight. cosmic subatomic ants roam along Jupiter's nipples in strong, loverly moonlight.